ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ী সীমান্তে হেরোইন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
গোদাগাড়ী সীমান্তে হেরোইন উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১শ’ ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১শ’ ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে এ হেরোইন উদ্ধার করা হয়।



বিজিবি-১ এর ব্যাটালিয়নের অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান বাংলানিউজকে জানান, গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল সকালে সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে গোদাগাড়ী সীমান্তের রেল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় খেয়া ঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ১শ’ ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।

বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

এ ব্যাপারে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে দুপুরে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এসএস/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।