ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। জেলায় ৬-৫৯ মাস বয়সী ৫ লাখ ১ হাজার ২৮০ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নোয়াখালী: নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলায় ৬-৫৯ মাস বয়সী ৫ লাখ ১ হাজার ২৮০ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার নয়টি উপজেলা ও দুই পৌরসভায় দুই হাজার ৩৭৫টি কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ৭২৬ জন মাঠকর্মী, বিভিন্ন সংস্থার সাত হাজার ১২৫ জন স্বেচ্ছাসেবক কাজ করেন।

সিভিল সার্জন ডা. মো. মজিবুল হক বাংলানিউজকে জানান, জেলার উপকূলীয় হাতিয়া, সূবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার দ‍ুর্গম এলাকাগুলোতে ১৪ ডিসেম্বর পর্যন্ত এ প্লাস ক্যাম্পেইন চলবে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।