ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
গাংনীতে সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ 

মেহেরপুরের গাংনীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নারী-শিশুসহ ২০ জন আহত হয়েছেন।

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নারী-শিশুসহ ২০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন- আজগর আলী (৫০), মাছুম (২৭), রেজাউল হক (৭০), আসাদুল ইসলাম (৪০), মিন্টু (৩৫), ঝন্টু (৩২), লাল্টু (১৯), মিজানুর রহমান (৪৫), সাহারুল ইসলাম (৩২), হাসেনা বানু (৬৫), পারভীনা খাতুন (৪০), সাহিদা খাতুন (৫০), আনারুল ইসলাম (৪৫), আসিব হোসেন (১৬), নিশি খাতুন (১৬), মুরছা খাতুন (১৯), আরিফ (৩০), ইতা খাতুন (৩০), মোস্তারা (৩০) ও রুশিয়া খাতুন (৪০)।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধানখোলা গ্রামের মধ্যপাড়া এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ বাংলানিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।