ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তালেব মিয়া, নুরুজ্জামান, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, হাফিজুল, বদরুল, আবু বক্কর, মোহাম্মদ আলী, মুসা করিম, হযরত আলী, আল রাখিল, হানিফ ও আব্দুল হাকিমকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ইছাখালী এলাকার নুরুজ্জামানদের সঙ্গে পার্শ্ববর্তী মোহাম্মদ আলীদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে উভয়পক্ষের লোকজন সীমানা নির্ধারণ করতে গেলে সংঘর্ষ বাধে। এসময় ১৫ জন আহত হন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, এ বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।