ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত ছবি: আরিফ জাহান

‘কারো অধিকার প্রতিষ্ঠার জন্যই আজকের জেগে ওঠা/দাঁড়ানো’ এই প্রতিপাদ্য সামনে রেখে নানা আয়োজনে বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

বগুড়া: ‘কারো অধিকার প্রতিষ্ঠার জন্যই আজকের জেগে ওঠা/দাঁড়ানো’ এই প্রতিপাদ্য সামনে রেখে নানা আয়োজনে বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে ওই সংস্থার সভাকক্ষে বগুড়া এডিপির অর্থনৈতিক প্রকল্পের ম্যানেজার ইভান্স গোমেজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হানা ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো. ইসাহাক আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর হাসপাতালের প্রোগ্রাম অফিসার (ওসিসি) মোত্তালেব হোসেন প্রমুখ।

সভার সার্বিক পরিচালনায় ছিলেন বগুড়া কেন্দ্রিয় ইয়ুথ ফোরামের সভাপতি সঞ্জু রায়।

অন্যদিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।