ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
চাঁদপুরে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

চাঁদপুরে মাদক ব্যবসা ও সেবনের দায়ে দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর: চাঁদপুরে মাদক ব্যবসা ও সেবনের দায়ে দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আকবর বরকন্দাজ (২৩) শহরের ওয়ারলেছ এলাকার বরকন্দাজবাড়ীর আব্বাস বরকন্দাজের ছেলে ও সোহেল বরকন্দাজ (২৫)  একই বাড়ির মুকু বরকন্দাজের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিলেন আকবর ও সোহেল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওয়ারলেছ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক এলাকা থেকে ৪ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় তাদের। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক দু’জনকে ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।