ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ শহরের ১৪স্থান ধূমপানমুক্ত ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
কিশোরগঞ্জ শহরের ১৪স্থান ধূমপানমুক্ত ঘোষণা

কিশোরগঞ্জ জেলা শহরের চৌদ্দটি স্থান ধুমপানমুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার (১০ ডিসেম্বর) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামীল...

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা শহরের চৌদ্দটি স্থান ধুমপানমুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।

 

শনিবার (১০ ডিসেম্বর) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামীল এসব স্থানে ধূমপানমুক্ত সতর্কীকরণ নোটিশ (ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ) লাগিয়ে এ ঘোষণা দেন।

স্থানগুলো হলো- নিরালা টাওয়ার, চৌধুরী প্লাজা, নিরালা কমপ্লেক্স, ভূঁইয়া সুপার মার্কেট, ঈশা খাঁ শপিং কমপ্লেক্স, আনোয়ারা সুপার মার্কেট, মাধবী প্লাজা, শামসুদ্দিন ভূঁইয়া প্লাজা, ক্যাডেট ইকবাল প্লাজা,  রাহমানী প্লাজা, নাহার প্লাজা, এমএম শপিং কমপ্লেক্স,  কৈরী টাওয়ার এবং ইসলামিয়া সুপার মার্কেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসন তামাক নিয়ন্ত্রণে জোরালোভাবে কাজ করছে। ইতোমধ্যে কিশোরগঞ্জের রেলস্টেশন, বাসস্ট্যান্ড, বিভিন্ন ক্লিনিক, সরকারি অফিসকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- বিভিন্ন মার্কেটের মালিক, ব্যবসায়ী নেত‍ারাসহ শহরের গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।