ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে আধাবেলা হরতাল পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
রাজশাহীতে আধাবেলা হরতাল পালিত

রাজশাহীতে সামাজিক সংগঠন রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা হরতাল পালিত হয়েছে।

রাজশাহী: রাজশাহীতে সামাজিক সংগঠন রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা হরতাল পালিত হয়েছে।

সিটি করপোরেশন বর্ধিত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি বাতিলের দাবিতে রাজশাহী মহানগর এলাকায় পালিত হচ্ছে এ হরতাল কর্মসূচি।

রোববার (১১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীর বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা এতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন।
দেখা গেছে, হরতালের কারণে রাজশাহী মহানগরীতে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহী থেকে ঢাকা রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এছাড়া মোটরসাইকেলসহ হালকা যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বর্তমানে মহানগরীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশের টহল অব্যাহত হয়েছে।

রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক এনামুল হক বলেন, সঙ্গতিবিহীনভাবে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে দীর্ঘদিন ধরে রাজশাহীবাসী আন্দোলন করে আসছে। কিন্তু সিটি করপোরেশন কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করছে না। ট্যাক্স আদায়ে প্রতিষ্ঠানটি তার নিজের অবস্থানেই অনড় রয়েছে। তাই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি বাতিল এবং সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপের দাবিতে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি ও ওষুধবাহী গাড়ি ও সংবাদপত্রসহ জরুরি পরিবহন হরতালের আওতামুক্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬

এসএস/এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।