ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাটু‌রিয়ায় হেরোইন ও গাঁজাসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
সাটু‌রিয়ায় হেরোইন ও গাঁজাসহ আটক ২

মা‌নিকগঞ্জের সাটু‌রিয়া উপজেলার সওদাগরপাড়া থেকে হেরোইন ও গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সাটু‌রিয়া (মানিকগঞ্জ): মা‌নিকগঞ্জের সাটু‌রিয়া উপজেলার সওদাগরপাড়া থেকে হেরোইন ও গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

‌আটক দুই যুবক হলেন- ম‌নির হোসেন (২৫) উপজেলার উত্তর কাওন্নারা গ্রামের সামছু মিয়ার ছেলে ও আমিনুর রহমান (৩৫) ধামরাই উপজেলার চৌহাট গ্রামের সি‌দ্দিক আলীর ছেলে।

সাটু‌রিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান বাংলা‌নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সওদাগরপাড়ায় অভিযান চালিয়ে ৪ পুরিয়া হেরোইনসহ মনিরকে ও ৫০ গ্রাম গাঁজাসহ আমিনুরকে আটক করা হয়।

তিনি আরও জানান, ওই দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।