ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবসে নানা আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবসে নানা আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে নানারকম কর্মসূচির আয়োজন করা হয়েছে।  

মুন্সীগঞ্জ: ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে নানারকম কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

রোববার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সদর উপজেলা কমান্ডের আয়োজনে বাগমামুদালী পাড়ার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

সকাল ১০টায় শোভাযাত্রা শেষে মুন্সীগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদ, সংসদ সদস্য, জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ বিভিন্ন প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়।

জেলা প্রশাসক সায়লা ফারজানা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনিসুজ্জামান কবুতর ও বেলুন উড়িয়ে প্রথম দফার কার্যক্রম সমাপ্ত ও পরবর্তী কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।