ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মলম পার্টির ১৩ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
রাজধানীতে মলম পার্টির ১৩ সদস্য আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী ও মলম পার্টির ১৩ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী ও মলম পার্টির ১৩ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

রোববার (১১ নভেম্বর) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী কমিশনার মিজানুর রহমান।

তিনি বলেন, ভোরে ছিনতাইকারী ও মলম পার্টির ১৩ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি ও বেশ কিছু দেশি অস্ত্র জব্দ করা হয়।

এ বিষয়ে বেলা দুপুর ২টার পর এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানোনো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬

আরএটি/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।