ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ভ্যাট দিবস উপলক্ষে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
বাগেরহাটে ভ্যাট দিবস উপলক্ষে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাটে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট: বাগেরহাটে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) সকালে বাগেরহাট স্টেডিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধ‍ান সড়ক প্রদক্ষিণ শেষে উপকর কমিশনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হবে উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন-কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার যুগ্ম কমিশনার কাজী ফরিদ উদ্দিন, বাগেরহাট সহকারী পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, উপ-কর কমিশনার রুপন চন্দ্র দাস, রাজস্ব কর্মকর্তা রমিজ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।