ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় মুক্ত দিবসে বর্ণাঢ্য র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
কুষ্টিয়ায় মুক্ত দিবসে বর্ণাঢ্য র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে কুষ্টিয়া মুক্ত দিবস পালিত হচ্ছে। 

কুষ্টিয়া: শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে কুষ্টিয়া মুক্ত দিবস পালিত হচ্ছে।  

রোববার (১১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া কালেক্ট্ররেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক জহির রায়হান।

পরে পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন শেষে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  এছাড়াও বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসহ নানা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।  

১৯৭১ সালের ১১ ডিসেম্বরে মুক্তিযুদ্ধের সূতিকাগার কুষ্টিয়া জেলা শত্রুমুক্ত হয়। কুষ্টিয়া জেলায় মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদাররা ৬০ হাজার মানুষকে নির্মমভাবে হত্যা আর দুই হাজার মা-বোনের সম্ভ্রমহানি করে। স্বজনের গলিত মরদেহ, কঙ্কাল, গণকবর আর সম্ভ্রম হারানো মা-বোনের আর্তনাদ ভুলে ৭১’র এই দিনে বিজয়ের আনন্দে মানুষ রাস্তায় নেমে উল্লাস করেছিল।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।