ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে পুড়ে গেছে ১২ ব্যবসায়ী প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
পটুয়াখালীতে পুড়ে গেছে ১২ ব্যবসায়ী প্রতিষ্ঠান বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী সদর উপজেলার পায়রা কুঞ্জ ফেরিঘাট এলাকায় আগুনে পুড়ে গেছে ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। রোববার (১১ ডিসেম্বর) ভোরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার পায়রা কুঞ্জ ফেরিঘাট এলাকায় আগুনে পুড়ে গেছে ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠান।

রোববার (১১ ডিসেম্বর) ভোরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানায়, জাকিরের স্টেশনারি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ১২টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 
ঘটনার পর পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাকাইদ হোসেন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।