ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ জেলা জাসাস আহ্বায়ক কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
সিরাজগঞ্জ জেলা জাসাস আহ্বায়ক কারাগারে

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আসলাম পারভেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সিরাজগঞ্জ: জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আসলাম পারভেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

 

এর আগে, দুপুরে শহরের ধানবান্ধি মহল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আসলাম পারভেজ ধানবান্ধি মহল্লার আলী হোসেনের ছেলে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, জাসাস নেতা আসলাম পারভেজের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।