ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
রংপুরে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাত দফা দাবিতে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুর জেলা শাখা মানববন্ধন করেছে।

রংপুর: সাত দফা দাবিতে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুর জেলা শাখা মানববন্ধন করেছে।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে রংপুরের কাচারি বাজারের প্রধান সড়কের পাশে এ মানববন্ধন করা হয়।

বাকবিশিস রংপুর জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

দাবিগুলো হলে-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের অষ্টম পে-কমিশনের আলোকে বার্ষিক প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট) দেওয়া, বাংলা নববর্ষের উৎসব ভাতা ও বার্ষিক পূর্ণাঙ্গ উৎসব ভাতা, নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণ, ‍শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, অবসর তহবিল ও কল্যাণ ট্রাস্টের অর্থ দ্রুত দেওয়ার ব্যবস্থা, সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে কুখ্যাত অনুপাত প্রথা বাতিল করে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- রংপুর শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদ, রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক রওশনুল কাওছার সংগ্রাম, অধ্যক্ষ জাহানারা বেগম, উপাধ্যক্ষ মো. মমিনুল ইসলাম, অধ্যাপক ড.হুমায়ুন কবির, অধ্যাপক সাদিকুজ্জামান, অধ্যাপক কাফি সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।