ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী জেলা শহর মাইজদীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় জাফর আহাম্মদ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন...

নোয়াখালী: নোয়াখালী জেলা শহর মাইজদীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় জাফর আহাম্মদ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে মাইজদী-সোনাপুর সড়কের দত্তবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জাফর সদর উপজেলার চরমুটুয়া ইউনিয়নের পূর্ব চরমুটয়া গ্রামের কামাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে জাফর মাইজদী শহরের দিকে আসছিলেন। দত্তবাড়ি মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা পেছন থেকে জাফরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মীর্জা মো. হাসান জানান, সড়ক দুর্ঘটনার একজন মারা গেছে বলে শুনেনি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।