ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, আহত অর্ধশতাধিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, আহত অর্ধশতাধিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় বিকন নিটওয়ার লিমিটেড (ডটকম) নামে একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় বিকন নিটওয়ার লিমিটেড (ডটকম) নামে একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ও আশ-পাশের ক্লিনিকে পাঠানো হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) প্রণব ভূষণ দাশ বাংলানিউজকে জানান, সালনায় কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধশত শ্রমিককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সালনা এলাকায় ডটকম গার্মেন্টসে সকাল ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় শ্রমিকরা তাড়াহুড়া করে কারখানা থেকে বের হতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানো আগেই শ্রমিকরা আগুন নেভান।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাসিবুর রহমান বাংলানিউজকে জানান, বিকন নিটওয়ার লিমিটেড (ডটকম) আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভান কারখানাটির শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬/ আপডেট: ১১০৮ ঘণ্টা
আরএস/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।