ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ২২ ঘর পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
খাগড়াছড়িতে ২২ ঘর পুড়ে ছাই বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি জেলা শহরের সবজি বাজার এলাকায় আগুনে পুড়ে গেছে ২২টি ঘর। সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা শহরের সবজি বাজার এলাকায় আগুনে পুড়ে গেছে ২২টি ঘর।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনে ক্ষতিগ্রস্ত হাফিজুর রহমান বলেন, ভোর রাতে জমিদার মানিকের বাসায় বৈদ্যুতিক মিটারে আগুন ধরে যায়। এসময় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। আমরা সবাই কাজে বেরিয়ে যায়। পরে জানতে পারি সেই মিটার থেকে আবার আগুন ছড়িয়ে পড়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের উপ পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে জানান, ঘটনাস্থলের কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নিভাতে একটু বেগ পেতে হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।