ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৮ ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
ময়মনসিংহে ৮ ছিনতাইকারী আটক

ময়মনসিংহে আট ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-১৪।

ময়মনসিংহ: ময়মনসিংহে আট ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-১৪।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

রোববার দিনগত গভীররাতে নগরীর রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- মো. আরোখান রবিন ওরফে সুজন মিয়া (২২), মো. সজল (২২), মো. সবুজ মিয়া (২৪), মো. ইলিয়াস মিয়া (২৫), মো. হানিফ (৩৬), মো. রনি মিয়া (২৮) ও মো. রফিক ভূইয়া (৩৭)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক সংবাদের ভিত্তিতে মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা বেগমের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে নগরীর রেলস্টেশনের ১ নম্বর গেটের সামনে থেকে আটক করা হয়েছে। এ সময় ছিনতাই হওয়া ১০ হাজার টাকাসহ ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এমএএএম/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।