ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংকের ভেতরে পাগলের কাণ্ড, আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
ব্যাংকের ভেতরে পাগলের কাণ্ড, আহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর মতিঝিল এলাকায় উত্তরা ব্যাংকের ভেতরে এক পাগলের ধারালো কাঁচির আঘাতে পুলিশসহ দু’জন আহত হয়েছেন।

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকায় উত্তরা ব্যাংকের ভেতরে এক পাগলের ধারালো কাঁচির আঘাতে পুলিশসহ দু’জন আহত হয়েছেন।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম রব্বানী বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, দুপুরে মতিঝিল এলাকায় উত্তরা ব্যাংকের একটি টয়লেটে ধারালো কাঁচি নিয়ে পাগল (এমদাদুল) প্রবেশ করেন। দীর্ঘক্ষণ টয়লেটের ভেতর থাকার পর বের না হওয়ায় তাকে দরজা ভেঙে বের করা হয়।

এ সময় পাগলের হাতে থাকা ধারালো কাঁচির আঘাতে ওই ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত থাকা এক আনসার সদস্যসহ ওসি গোলাম রব্বানী নিজেও আহত হন বলে জানান।

পরে ওই পাগলকে উদ্ধার করে চিকিৎসার জন্য মতিঝিল থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬

এজেডএস/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।