ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় আফজাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আফজাল হোসেনের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেব রামপুর এলাকায়। 

বরিশাল: বরিশালে সড়ক দুর্ঘটনায় আফজাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

নিহত আফজাল হোসেনের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেব রামপুর এলাকায়।

 

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে গৌরনদীর টরকী থেকে বরিশালের গরিয়ারপাড় হয়ে বানারীপাড়ায় আসছিলেন আফজাল। পথে কোনো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় এক অটোরিকশা চালক তাকে উদ্ধার করে এই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়। তার মৃতুর খবর পেয়ে অটোরিকশা চালক পালিয়ে যান। পরে নিহত ব্যক্তির সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের খবর দেওয়া হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, খবর পেয়ে স্বজনরা এসে আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এমএস/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।