ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ব্রিজ ভেঙে শিশু নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
পটুয়াখালীতে ব্রিজ ভেঙে শিশু নিখোঁজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে জমিন মৃধা খালে কার্গোর ধাক্কায় ব্রিজ ভেঙে নুসরাত (০৫) নামে একটি শিশু নিখোঁজ হয়েছে।

পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে জমিন মৃধা খালে কার্গোর ধাক্কায় ব্রিজ ভেঙে নুসরাত (০৫) নামে একটি শিশু নিখোঁজ হয়েছে।

 

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নুসরাত ওই এলাকার মো. রেফাতুলের মেয়ে।

স্থানীয়রা জানায়, দুপুরে গলাচিপা উপজেলা থেকে বালুবাহী একটি কার্গো উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের সুতাবাড়িয়া খালের ওপর জাফরাবাদ জমিন মৃধা ব্রিজ পাড় হচ্ছিলো। হঠাৎ ব্রিজের সঙ্গে কার্গোর ধাক্কা লাগলে ব্রিজের একটি অংশ ধ্বসে খালে পড়ে যায়। এ সময় ব্রিজটি পার হতে থাকা তিনটি শিশু খালে পড়ে যায়।

এর মধ্যে তুষার (১১) ও জাহিদুল (৮) পাড়ে উঠতে পারলেও নুসরাত নিখোঁজ হয়।
 
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, তিনি শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এমএস/এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।