ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিবালয়ে শহীদদের স্মরণে স্মৃতিফলক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
শিবালয়ে শহীদদের স্মরণে স্মৃতিফলক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীদের হাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের ২৪ জন শহীদ হন। তাদের স্মরণে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।

মানিকগঞ্জ: ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীদের হাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের ২৪ জন শহীদ হন। তাদের স্মরণে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে মুক্তিযুদ্ধের বিজয়মেলা কমিটির পক্ষ থেকে এ ফলকের উদ্বোধন করা হয়।

এসময় বিজয়মেলা কমিটির চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদস্য সচিব সিপিবি নেতা আজাহারুল ইসলাম আরজু, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম ও জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

পরে এক আলোচনা সভায় অতিথিরা বক্তব্য রাখেন। এর আগে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।