ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ইউপি সদস্য আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোমরপুর বাজার থেকে ১শ’ পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম (৪৩) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোমরপুর বাজার থেকে ১শ’ পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম (৪৩) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়।

সিরাজুল উপজেলার দরবস্ত ইউনিয়নের বড় দূর্গাপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে ও ওই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সদস্য।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কোমরপুর বাজার থেকে ইউপি সদস্য সিরাজুলকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিরাজুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।