ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় কবির হোসেন (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ট্রাকচাপায় কবির হোসেন (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার জকসিন বাজারে এ দুর্ঘটনা ঘটে।

তিনি লক্ষ্মীপুর পৌরসভার শাহপুর এলাকার কালা মিয়ার ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জকসিন বাজারের রাস্তা পার হচ্ছিলেন কবির। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি।

এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।