ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে এডিশনাল আইজিপির কম্বল বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
বকশীগঞ্জে এডিশনাল আইজিপির কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুরের বকশীগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন পুলিশের অতিরিক্ত মহা পু্লিশ পরিদর্শক (এডিশনাল আইজিপি) মোখলেছুর রহমান।

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন পুলিশের অতিরিক্ত মহা পু্লিশ পরিদর্শক (এডিশনাল আইজিপি) মোখলেছুর রহমান।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার নাড্ডার হাট ও বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এ কম্বল বিতরণ করেন।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু বাংলানিউজকে জানান, দু’টি স্থানে ৮শ’ শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপম্থিত ছিলেন-জামালপুর পুলিশ সুপার নিজাম উদ্দিন, র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ও মেরুরচরের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জিহাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।