ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রমেকে ইন্টার্ন চিকিৎসকদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
রমেকে ইন্টার্ন চিকিৎসকদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দুই গ্রুপের সমঝোতা বৈঠকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৫ জন ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন।

রংপুর: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দুই গ্রুপের সমঝোতা বৈঠকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৫ জন ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শহীদ পিন্টু ছাত্রাবাসের সামনে কয়েক দফা সংঘর্ষ বাঁধে। এর আগে পূর্ব সংঘর্ষের জেরে সকালে দুই পক্ষ সমঝোতা বৈঠকে বসলে কোনো মীমাংসা ছাড়াই বৈঠক শেষ হয়।

এ ব্যাপারে অধ্যক্ষ অনিমেশ মজুমদার সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তবে উপাধাক্ষ নুরুজ্জামান লাইজু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৭৬৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।