ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে হিজবুত তাহরীর সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
যশোরে হিজবুত তাহরীর সদস্য আটক

যশোরে আতাউর রহমান (৪৪) নামে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

যশোর: যশোরে আতাউর রহমান (৪৪) নামে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে অভয়নগরের নওয়াপাড়া বাজারের ভাঙ্গাগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আতাউর রহমান অভয়নগর উপজেলার বনগ্রামের ইয়াকুব আলীর ছেলে।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের এএসপি খোদাদাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সদস্য আতাউরের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।  

আটক আতাউরকে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।