ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
দিনাজপুরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর এলাকায় ১৩ বোতল ফেনসিডিলসহ মিনারা পারভিন (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর এলাকায় ১৩ বোতল ফেনসিডিলসহ মিনারা পারভিন (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে আটক করা হয়।

মিনারা পারভিন উপজেলার ৭নং উথরাইল ইউপির মুরাদপুর সাহেবডাঙ্গা এলাকার নূর ইসলামের স্ত্রী।

দিনাজপুর শহরের পুলহাট ফাঁড়ির সহকারী শহর উপ পরিদর্শক (এটিএসআই) মোকসেদুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরাদপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৩ বোতল ফেনসিডিলসহ মিনারা পারভিনকে আটক করা হয়।

এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।