ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ার গাবতলীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
বগুড়ার গাবতলীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার গাবতলী উপজেলায় মহিষাবান ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় মহিষাবান ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্থানীয় মাঠে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি লুৎফর রহমান সরকার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা ও মাদক নির্মূলে কমিউনিটি পুলিশিং ফোরামের গুরুত্ব অপরিসীম। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা বেশি প্রয়োজন। বগুড়াসহ সারাদেশে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় কাজ করছে।

কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলেই অপরাধ দমন করা সম্ভব বলে উল্লেখ করেন পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান, থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ধন্য গোপাল সিংহ, সদস্য সচিব সাজেদুর রহমান মোহন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম, গাবতলী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, কমিউনিটি পুলিশিং কমিটির নেতা মুহাম্মাদ আবু মুসা, শাহজাহান আলী, রফিকুল, আব্দুল জোব্বার, আব্দুল মজিদ, মিলন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এমবিএইচ/জিপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।