ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় হত্যাসহ ১০ মামলার পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
কুমিল্লায় হত্যাসহ ১০ মামলার পলাতক আসামি গ্রেফতার ছবি: সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নাছির হত্যা মামলাসহ ১০ মামলার পলাতক আসামি ও মাদক ব্যবসায়ী এনা মিয়াকে (৫০) গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নাছির হত্যা মামলাসহ ১০ মামলার পলাতক আসামি ও মাদক ব্যবসায়ী এনা মিয়াকে (৫০) গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

বুধবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৮টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গ্রেফতারকৃত এনা মিয়া কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার একবালিয়া মধ্যপাড়া এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১ সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একবালিয়া গ্রামের সোনাইছড়ি এলাকা থেকে এনা মিয়াকে গ্রেফতার করে।

চলতি বছরের ১১ এপ্রিল সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকার মানিক মিয়ার ছেলে মো. নাছির উদ্দিনকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে এনা মিয়াসহ ১০ সন্ত্রাসী। এ হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘদিন সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ভুয়া ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভারতে গা ঢাকা দিয়ে ছিল।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।