ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
গজারিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নে মুখে দড়ি বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নে মুখে দড়ি বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।

বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে হোসেন্দি এলাকার মেঘনার শাখা ফুলদি নদীর একটি ব্রিজের পাশে মরদেহটি পাওয়া যায়।

 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়া বাংলানিউজকে জানান, মরদেহটিকে আমরা মুখে ও গলায় দড়ি বাঁধা অবস্থায় পেয়েছি। যা বোঝা যাচ্ছে, ৭-১০ দিন আগে এই যুবককে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহে পচন ধরেছে।  

ওসি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহটি মর্গে রাখা হবে।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।