ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কাকরাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
কাকরাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

রাজধানীর কাকরাইলের গ্যারেজ পট্টি এলাকায় রুপালি মটর নামে একটি গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝালমুড়ি বিক্রেতাসহ পাঁচজন আহত হয়েছেন।

ঢাকা: রাজধানীর কাকরাইলের গ্যারেজ পট্টি এলাকায় রুপালি মটর নামে একটি গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝালমুড়ি বিক্রেতাসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, গ্যারেজের কর্মচারী রতন, স্বপন, রুবেল, মোছাদ্দের আলী ও ঝালমুড়ি বিক্রেতা দুলাল। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, দুপুরে কাকরাইলের গ্যারেজ পট্টি এলাকায় রুপালি মটর নামে একটি গ্যারেজে গ্যাস সিলিন্ডার নিয়ে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এসময় বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে দগ্ধ হয়ে আহত হন পাঁচজন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬

এজেডএস/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।