ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় নকল নবিস অ্যাসোসিয়েশন কর্মবিরতি অব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
বরগুনায় নকল নবিস অ্যাসোসিয়েশন কর্মবিরতি অব্যাহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এক দফা এক দাবি-স্লোগানকে সামনে রেখে কর্মবিরতি পালন করছে বরগুনা জেলা এক্সট্রা মোহরার (নকল নবিস) অ্যাসোসিয়েশন।

বরগুনা: এক দফা এক দাবি-স্লোগানকে সামনে রেখে কর্মবিরতি পালন করছে বরগুনা জেলা এক্সট্রা মোহরার (নকল নবিস) অ্যাসোসিয়েশন।

৪ ডিসেম্বর থেকে তারা এ কর্মবিরতি পালন করছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বরগুনা সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে করেন তারা।

এ সময় প্রধান অতিথি হিসেবে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) অ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন-বরগুনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামাল, বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন বরগুনা জেলার সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম প্রমুখ।

সমাবাশে প্রধান অতিথি শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সরকার বার বার প্রস্তাব বাস্তবায়ন করার আশ্বাস দিলেও দীর্ঘ দিনেও তা কার্যকর করেনি। তবে এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেন তিনি।
(৪ ডিসেম্বর) থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।