ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে কলেজ শিক্ষকের অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আদিতমারীতে কলেজ শিক্ষকের অর্থদণ্ড

লালমনিরহাটের আদিতমারীতে মাদক সেবনের দায়ে এস এম জিয়া (৪৩) নামে এক কলেজ শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে মাদক সেবনের দায়ে এস এম জিয়া (৪৩) নামে এক কলেজ শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম এ জরিমানা করেন।

এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়।

দণ্ডাদেশপ্রাপ্ত জিয়া লালমনিরহাট পৌরসভার থানাপাড়া এলাকার এসএম জহির উদ্দিনের ছেলে এবং স্থানীয় তিস্তা ডিগ্রি কলেজের প্রভাষক।
 
আদিতমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুর রেহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার দ‍ূর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় জিয়াকে আটক করা হয়।

পরে বৃহস্পতিবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।