ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
উল্লাপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ৯শ’ পিস ইয়াবাসহ আব্দুল মালেক খান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ৯শ’ পিস ইয়াবাসহ আব্দুল মালেক খান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো. হাসিবুল আলম তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার সাতবাড়ীয়া গ্রামের চার মাথা মোড় থেকে তাকে আটক করা হয়।

আব্দুল মালেক চর সাতবাড়ীয়া স্কুলপাড়া এলাকার মৃত শোভা আলী খানের ছেলে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।