ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ট্রেনে কাটা ২ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
মাধবপুরে ট্রেনে কাটা ২ মরদেহ উদ্ধার হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেনে কাটা অজ্ঞাতপরিচয় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেনে কাটা অজ্ঞাতপরিচয় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ পৃথক স্থান থেকে মরদেহ দু’টি উদ্ধার করে।

 

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বাংলানিউজকে জানান, সকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া-শাহজীবাজার স্টেশনের কাছ থেকে (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে, উপজেলার ইটাখোলা-তেলিয়াপাড়া স্টেশনের কাছ থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এখনও পর্যন্ত মরদেহ দু’টির কোনো পরিচয় পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।