ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে জনবান্ধব ভ্যাট ব্যবস্থা কার্যকরের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
ঝিনাইদহে জনবান্ধব ভ্যাট ব্যবস্থা কার্যকরের দাবি জনবান্ধব ভ্যাট ব্যবস্থা কার্যকরের দাবিতে আলোচনা সভা। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহে জনবান্ধব ভ্যাট ব্যবস্থা কার্যকর করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ: ঝিনাইদহে জনবান্ধব ভ্যাট ব্যবস্থা কার্যকর করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহরের উন্নয়ন ধারার মিলনায়তনে গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

গণতান্ত্রিক বাজেট আন্দোলনের আহ্বায়ক আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক উপস্থিত ছিলেন- ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক হাফিজুর রহমান।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, জেলা গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সদস্য সচিব হায়দার আলী ও আইনজীবী খোদা বকস।

জেলা ভিত্তিক বাজেট বাস্তবায়ন ও জনবান্ধব ভ্যাট ব্যবস্থা কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা।  

অনুষ্ঠানে জেলা ও উপজেলার কৃষক, কৃষাণীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।