ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে নকল নবিসদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
সিরাজগঞ্জে নকল নবিসদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্কেলভুক্ত করার দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নকল নবিসরা।

সিরাজগঞ্জ: স্কেলভুক্ত করার দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নকল নবিসরা।

 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা রেজিস্ট্রার অফিস কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এক্সট্রা মোহরার (নকল নবিস) অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সদর উপজেলা সভাপতি শামীম হোসেন, শাহজাদপুরের সভাপতি জয়নাল আবদীন, বেলকুচি শাখার সভাপতি রবিউল আলম, উল্লাপাড়ার সভাপতি আব্দুস সালাম, রায়গঞ্জ শাখার সভাপতি আব্দুল হান্নান, সলঙ্গা থানা শাখার সভাপতি এনামুল হক, তাড়াশের সভাপতি ফিরোজ আহমেদ ও কামারখন্দ শাখার সভাপতি আব্দুল আলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।