ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সর্বোচ্চ কর দাতাদের সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
বরিশালে সর্বোচ্চ কর দাতাদের সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেবো’ এই স্লোগানে বরিশালে ভ্যাট সপ্তাহ পালিত হয়েছে। এছাড়া বিভাগের ৬টি জেলার ১০ জন সেরা কর দাতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

বরিশাল: ‘আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেবো’ এই স্লোগানে বরিশালে ভ্যাট সপ্তাহ পালিত হয়েছে। এছাড়া বিভাগের ৬টি জেলার ১০ জন সেরা কর দাতাকে সম্মাননা দেওয়া হয়েছে।



বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর বান্দ রোডের হোটেল গ্রান্ড পার্ক মিলনায়তনে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (মূসক গোয়েন্দা ও নিরীক্ষা) খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রো পলিটন পুলিশ কমিশনার মো. এস এম রুহুল আমিন, বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছান, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মীর্জা সহিদুজ্জামান, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

এ সময় বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও পিরোজপুরের মোট ১০ জন সেরা কর দাতাকে এ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এমএস/এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।