ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কবি নজরুল বিশ্ববিদ্যালয় সড়কের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
কবি নজরুল বিশ্ববিদ্যালয় সড়কের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সড়কের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে নির্মাণ কাজের উদ্বোধন করেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সড়কের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে নির্মাণ কাজের উদ্বোধন করেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন- ত্রিশাল পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, প্যানেল মেয়র আজাহারুল ইসলাম, কাউন্সিলর এবি সিদ্দিক শাহজাহান, মেহেদী হাসান নাছিম, রাশিদুল হাসান বিপ্লব প্রমুখ।

ত্রিশাল পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার বলেন, প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ ও ২০ ফুট প্রস্থ এ সড়কের দু-পাশে ড্রেনেজ ব্যবস্থা,  ফুটপাত বৃক্ষ রোপণসহ সড়কটির পুনঃনির্মাণ কাজের ব্যয় হবে ৮ কোটি ৪ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এমএএএম/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।