ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সেনা ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
সেনা ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর

মহান বিজয় দিবস উপলক্ষে সেনা ও নৌবাহিনীর সদস্যদের অনারারি কমিশন প্রদান করা হয়েছে।

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে সেনা ও নৌবাহিনীর সদস্যদের অনারারি কমিশন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীতে ২১ জনকে অনারারি ক্যাপ্টেন, ৪১ জনকে অনারারি লেফটেন্যান্ট ও নৌবাহিনীর ১৬ জনকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন দেওয়া হয়েছে।

এ পদোন্নতি ১৬ ডিসেম্বর (শুক্রবার) থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।