ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে দগ্ধ নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
ধানমন্ডিতে দগ্ধ নারীর মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে দগ্ধ মাহাফুজা সুলতানা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে দগ্ধ মাহাফুজা সুলতানা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থা বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে তার মুত্যু হয়।

 

মৃত মাহাফুজার স্বামী মোশারফ হোসেন বলেন, আমরা মালিবাগ এলাকায় থাকি। দুই দিন আগে আমরা ধানমন্ডির ২৭ নম্বর রোডের চার নম্বর বাড়িতে আমার স্ত্রীর বোনের বাসায় বেরাতে যাই। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আমার স্ত্রী ছয়তলার বাড়ির চারতলায় তার বোনের বাসার রান্না ঘরে গ্যাস লাইটার দিয়ে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। এসময় সে দগ্ধ হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।  

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো বলেন, আগুনে আমার স্ত্রীর শরীরের ৪৫ শতাংশ পুড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্স এর উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।