ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাসিক নির্বাচন ঘিরে বৈধ অস্ত্র বহন নিষিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
নাসিক নির্বাচন ঘিরে বৈধ অস্ত্র বহন নিষিদ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর মোট সাতদিন সব ধরনের বৈধ অস্ত্র বহন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর মোট সাতদিন সব ধরনের বৈধ অস্ত্র বহন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। তবে আইন-শৃংখলা বাহিনী, সরকারি-আধা সরকারি এবং বেসরকারি বিভিন্ন দফতর, প্রতিষ্ঠান ও স্থাপনাতে নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন বলে জেলা প্রশাসন কার্যালয় (আগ্নেয়াস্ত্র শাখা) থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়।

জেলা ম্যাজিস্ট্রেট রাব্বী মিঞা স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।