ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লাল-সবুজের সাজে রাজধানী (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
লাল-সবুজের সাজে রাজধানী (ভিডিও) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজয়ের ৪৫ বছর উদযাপন করছে স্বাধীন বাংলাদেশ। সারাদেশে চলছে বিজয়োৎসব। এ উৎসবকে ঘিরে পুরো রাজধানী সেজেছে লাল-সবুজের সাজে। ঢাকার সড়কের দু’পাশে, প্রতিটি স্পটে উড়ছে বাঙালির অহংকার লাল-সবুজের পতাকা। 

বিজয়ের ৪৫ বছর উদযাপন করছে স্বাধীন বাংলাদেশ। সারাদেশে চলছে বিজয়োৎসব।

এ উৎসবকে ঘিরে পুরো রাজধানী সেজেছে লাল-সবুজের সাজে। ঢাকার সড়কের দু’পাশে, প্রতিটি স্পটে উড়ছে বাঙালির অহংকার লাল-সবুজের পতাকা।  

এর পাশাপাশি সড়কে প্রদর্শিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের চিত্র, মহান মুক্তিযুদ্ধের খণ্ড খণ্ড চিত্র এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়া বিভিন্ন প্রকল্পের তথ্য ও চিত্র।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।