ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
ফেনীতে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজয় দিবসের প্রথম প্রহরে ফেনীতে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানায় হাজারো মানুষ। এসময় মুখরিত হয় পুরো শহর। সবার মুখে ছিল স্বাধীনতার চেতনায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়।

ফেনী: বিজয় দিবসের প্রথম প্রহরে ফেনীতে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানায় হাজারো মানুষ। এসময় মুখরিত হয় পুরো শহর।

সবার মুখে ছিল স্বাধীনতার চেতনায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিনহত রাত রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

শহরের জেল রোডের মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্মম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পক্ষে জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান।
 
এ ছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, জেলা পরিষদ, ফেনী প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, জেলা আইনজীবী সমিতি, জেলা শিক্ষক সমিতি,বাসদ, জাসদ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, জেলা ক্রীড়া সংস্থা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আর্য সাংস্কৃতিককেন্দ্র, লিও ক্লাব, ফেনী থিয়েটার, আবৃত্তি সংসদ ফেনী, খেলাঘর, ফেনী সরকারি কলেজ, স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তল ফেনী, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।