ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্রেসক্লাবের সহযোগী সদস্য নুরুল আলম বেলালের জানাজা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
প্রেসক্লাবের সহযোগী সদস্য নুরুল আলম বেলালের জানাজা অনুষ্ঠিত ছবি: শাকিল, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য নুরুল আলম বেলালের জানাজা শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে বেলালের মরদেহ গ্রামের বাড়ি ফেনীর পরশুরাম নেওয়া হয়েছে।

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য নুরুল আলম বেলালের জানাজা শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে বেলালের মরদেহ গ্রামের বাড়ি ফেনীর পরশুরাম নেওয়া হয়েছে।

জানাজায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীসহ সাংবাদিক এবং বেলালের আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

বেলালের ভাই আকবর হোসেন জানান, লিভার ক্যান্সারে আক্রন্ত হয়ে শুক্রবার ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মাসখানেক আগে বেলালের লিভার ক্যান্সার ধরা পড়ে। ১৫ দিন ধরে অসুস্থ অবস্থায় রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) কর্মকর্তা ছিলেন। তিনি রাজশাহীর পত্রিকা দৈনিক বার্তায় এক সময় চাকরি করতেন। এরপর আইসিবিতে চাকরি নেন।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।