ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
শরীয়তপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় নিখোঁজ হওয়ার ১২ দিন পর রুবেল সরদার (২৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় নিখোঁজ হওয়ার ১২ দিন পর রুবেল সরদার (২৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সেনেরচর মল্লিক কান্দিগ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রুবেল জাজিরা উপজেলার শিমুলতলা মানিকনগর গ্রামের মৃত মালেক সরদারের ছেলে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ৪ ডিসেম্বর নিখোঁজ হন রুবেল। এ ঘটনায় রুবেলের বোন তাছলিমা আক্তার বাদী হয়ে ৮ ডিসেম্বর ১৩ জনকে আসামি থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার আসামি মনির হোসেন ও খলিলকে ওইদিনই আটক করে পুলিশ।

শুক্রবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ডোবার মধ্যে রুবেলের অর্ধগলিত মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়।

তিনি ‍আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। অপহরণ মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।