ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বিজয় দিবস উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
ময়মনসিংহে বিজয় দিবস উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতির সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে ময়মনসিংহে উদযাপিত হচ্ছে বিজয় দিবস।

ময়মনসিংহ: জাতির সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে ময়মনসিংহে উদযাপিত হচ্ছে বিজয় দিবস।

বিজয়ের এ দিনটিকে ঘিরে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান।

এ সময় বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬

এমএএএম/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।